|
প্রিন্টের সময়কালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৮ অপরাহ্ণ

এ বছরেই ঢাকার ১৯টি খাল দখল ও দূষণমুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা


এ বছরেই ঢাকার ১৯টি খাল দখল ও দূষণমুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর খালগুলোর পুনরুদ্ধার ও সংরক্ষণের পরিকল্পনা নিয়েছে সরকার। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, এ বছরের মধ্যেই ঢাকার ১৯টি খাল দখল ও দূষণমুক্ত করা হবে। তিনি বলেন, "খালগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে হবে এবং সেগুলোকে নগর জীবনের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। খালের আশপাশের বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে করার ব্যবস্থা নিতে হবে, যাতে কেউ খালে ময়লা ফেলতে না পারে। এজন্য স্থানীয়দের দিয়ে মনিটরিং কমিটি গঠন করা হবে, যা দুই কিলোমিটার অন্তর কাজ করবে।"
 

পানি সম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, আজ সকালে মিরপুর-১৩ নম্বর সেকশনের ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির আওতায় ছয়টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়।
 

প্রথম ধাপে ছয়টি খাল দখল ও দূষণমুক্ত করা হবে
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, "আমরা এই বর্ষার আগেই প্রথম ধাপে ছয়টি খাল দখল ও দূষণমুক্ত করতে সক্ষম হব। এরপর আরও চারটি খাল পুনরুদ্ধারের কাজ শুরু করব এবং বর্ষার আগেই বাকি ৯টি খালেও একই কার্যক্রম পরিচালনা করব। অর্থাৎ, চলতি বছরের মধ্যেই ১৯টি খাল পুনরুদ্ধার সম্পন্ন হবে।"

 

তিনি আরও বলেন, "আমরা এই ১৯টি খালকেন্দ্রিক একটি মাস্টার প্ল্যান তৈরি করব, যা ভবিষ্যতে বাজেট পরিকল্পনার জন্য সহায়ক হবে। এতে করে খাল পুনরুদ্ধার ও সংরক্ষণে যথাযথ অর্থের সংস্থান করা সম্ভব হবে।"
 

খালের পাড়ে চাষাবাদ ও মাছ চাষের পরিকল্পনা
উপদেষ্টা জানান, খালের পাড়ে সবুজায়ন এবং মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, "আমরা চাচ্ছি খালের পাড়ে চাষাবাদ করতে পারি কি না এবং খালের মধ্যে মাছের চাষ সম্ভব কি না। এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে খালের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা হবে। যদিও এটি মন্ত্রণালয়কেন্দ্রিক উদ্যোগ, তবে নগরবাসীকেও এই কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।"

 

স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণের আহ্বান
উপদেষ্টা নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনাদের দায়িত্ব ও অধিকার উভয়ই পালন করতে হবে। খাল রক্ষার দাবি তুলতে হবে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। আমরা জানি, খাল পুনরুদ্ধারের সময় কিছু বাধা আসতে পারে, তবে সম্মিলিত প্রচেষ্টায় সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে। আমাদের লক্ষ্য খালের পানির প্রবাহ ফিরিয়ে আনা।"

 

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ ব্যক্তিরা
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া, পানি সম্পদ সচিব নাজমুল আহসান, পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান এবং স্থানীয় সরকার সচিব নিজাম উদ্দিন বক্তব্য রাখেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান স্বাগত বক্তব্য প্রদান করেন।

 

উদ্বোধনকৃত ছয়টি খাল
আজ উদ্বোধনকৃত ছয়টি খাল হলো: ১. বাউনিয়া খাল
২. রূপনগর খাল
৩. বেগুনবাড়ি খাল
৪. মান্ডা খাল
৫. কালুনগর খাল
৬. কড়াইল লেক

 

এই ছয়টি খালের মোট দৈর্ঘ্য ২৩.৬৬ কিলোমিটার। সরকারের এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নগর জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫