১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সন্ধ্যার মধ্যে সতর্কতা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
গত কয়েকদিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা স্বস্তি ফিরলেও সার্বিক তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসেনি। এখনো দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকাসহ ১০টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, সোমবার সন্ধ্যার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
তিনি আরও জানান, এপ্রিল ও মে মাসে সাধারণত এ ধরনের ঝড়বৃষ্টি দেখা দেয় এবং এই দমকা হাওয়াসহ বৃষ্টিপাত প্রায় আধা ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও রংপুরে সর্বোচ্চ ৪১ মিলিমিটার, দিনাজপুরে ৪০ মিলিমিটার, নীলফামারীর ডিমলায় ৩১ মিলিমিটার, সৈয়দপুরে ৩০ মিলিমিটার, মাইজদীকোর্টে ২৯ মিলিমিটার, নেত্রকোণায় ১৯ মিলিমিটার এবং রাজারহাটে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সামনের পাঁচ দিনে দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫