|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র


বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র


অনলাইন ডেস্ক:-

 

বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতেই—এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, "গণতন্ত্রে জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, ভুল সিদ্ধান্ত কীভাবে জনগণের জীবনকে প্রভাবিত করে। বাংলাদেশের জন্যও এর ব্যতিক্রম নয়।"
 

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ব্রুস।
 

ব্রিফিংয়ে এক সাংবাদিক সাম্প্রতিক বিক্ষোভ, চরমপন্থার উত্থান, ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন, নাৎসি প্রতীক ব্যবহার এবং কোকাকোলা ও কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক প্রচারণা নিয়ে প্রশ্ন তোলেন।
 

জবাবে মুখপাত্র বলেন, "আমরা এসব পরিস্থিতি সম্পর্কে অবগত এবং বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করছি। তবে এগুলো বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত বিষয়।"
 

এ সময় ব্রিটিশ এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে ব্রুস বলেন, এটি বাংলাদেশের আদালতের একটি স্থানীয় আইনি প্রক্রিয়া।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫