ঢাকা প্রেস নিউজ
প্রস্তাবিত গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি বাস্তবায়িত হলে দেশে শিল্প খাত কার্যত বন্ধ হয়ে যাবে, বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা।
এ বিষয়টি তুলে ধরে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এবং ইকোনমিক রিপোর্টারস ফোরাম (ইআরএফ) আয়োজিত সেমিনারে এ কথা বলেন তারা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত এই সেমিনারে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।
বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকার নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে সক্ষম হয়নি, বেশ কয়েকটি ব্যাংক বর্তমানে দেওলিয়া অবস্থায় এবং এনবিআরও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে না। এমন পরিস্থিতিতে যদি অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে উদ্যোক্তারা বিনিয়োগ করতে আগ্রহী হবেন না, বিদ্যমান বিনিয়োগের সম্প্রসারণও হবে না। ফলে, দেশের শিল্প খাতও রুগ্ন হয়ে যাবে।"
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, "সিস্টেম লস কমানো এবং শুল্ক-কর হ্রাসের মাধ্যমে গ্যাসের দাম কমানোর সুযোগ রয়েছে, কিন্তু যদি দাম বাড়ানো হয়, তাহলে দেশের শিল্প খাত স্থবির হয়ে পড়বে।"
এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর রিয়াজ। তিনি বলেন, "গ্যাসের দাম দ্বিগুণ হলে আমদানি নির্ভরতা বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে চাপ পড়বে।"
তিনি আরও বলেন, "বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে গ্যাসের দাম দ্বিগুণ হলে উৎপাদন খাতে খরচ বাড়বে, প্রতিযোগিতা কমবে এবং নতুন বিনিয়োগে বাধা সৃষ্টি হবে। একই সঙ্গে সিমেন্ট, ইস্পাত এবং সিরামিক খাতে আমদানি নির্ভরতা বেড়ে যাবে, যা আর্থিক খাতে চাপ সৃষ্টি করবে। আমদানি বাড়লে বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। মাসরুর রিয়াজ আরও বলেন, গ্যাসের দাম বৃদ্ধি পেলে অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, যার ফলে ঋণের অনুপাত বাড়বে।"