ঢাকা প্রেস নিউজ
সাভার, আশুলিয়া ও গাজীপুরের পোশাক কারখানায় আজ রাত থেকে শুরু হচ্ছে যৌথ অভিযান। সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ চেষ্টায় কারখানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এবং বিকেএমইএ’র সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বৈঠকে।
বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানান, কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এই যৌথ অভিযান পরিচালিত হবে। প্রয়োজনে র্যাব ও বিজিবিও এই অভিযানে যোগ দিতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আগামীকাল (৩ সেপ্টেম্বর) থেকে সকল কারখানা চালু রাখার জন্য মালিকদের অনুরোধ করেছেন। তিনি বলেন, অর্থনীতি চালু রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে। শতকরা প্রায় শতভাগ শ্রমিক কারখানায় ফিরেছেন। গাজীপুরে ২ হাজারের বেশি পোশাক কারখানা রয়েছে এবং এখানে প্রায় ২২ লাখ শ্রমিক কর্মরত আছেন।
মালিকরা নিজেদের নিরাপত্তা কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের নিয়োগ করে কারখানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছেন। কিছুদিন ধরে সেনাবাহিনীও এই কাজে সহায়তা করছে।