|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৩ ০১:০৫ অপরাহ্ণ

আজ মৌলভীবাজারে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


আজ মৌলভীবাজারে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


গ্যাসের পাইপলাইনে জরুরী মেরামত কাজের জন্য মৌলভীবাজারে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ রবিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে এক নোটিশে জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইন এর জন্য মৌলভীবাজারের আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 


জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়  জানায়, মৌলভীবাজার সদরসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কারিগরি জনিত কারণে গ্যাস বন্ধের সময়ের হ্রাস-বৃদ্ধি হতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫