মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গঠন হতে যাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা প্রেস নিউজ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
তথ্য উপদেষ্টা জানান, ফেব্রুয়ারি মাস থেকে এই অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে, যার মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের সহায়তা প্রদান করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮২৬ জন শহীদ এবং প্রায় ১১ হাজার আহত হয়েছেন। আগামী সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে এবং শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে পর্যায়ক্রমে দেওয়া হবে। শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা এবং আহতদের ৫/৩/২ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে, যা আগামী সপ্তাহ থেকেই শুরু হবে।
তিনি আরও বলেন, শহীদ পরিবারকে এই মাসে ১০ লাখ টাকা করে পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্র হিসেবে দেওয়া হবে। আগামী অর্থবছরের শুরুতে জুলাই মাসে বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া, শহীদ পরিবার ও গুরুতর আহতরা আগামী অর্থ বছরের জুলাই থেকে মাসিক ভাতা পাবেন। বর্তমানে ২০০ জন গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, শহীদদের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরি করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের খসড়া তালিকা থেকে বাদ পড়াদের ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করার সুযোগ থাকবে।
তথ্য উপদেষ্টা বলেন, জুলাই ফাউন্ডেশন বেসরকারিভাবে পরিচালিত হবে, আর অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা যেন যেকোনো সরকারের সময়েই সরকারি সুবিধা পান, তার জন্য জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। ভবিষ্যতেও তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫