|
প্রিন্টের সময়কালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জানুয়ারি ২০২৫ ০৫:০৬ অপরাহ্ণ

টেকনাফে শিশুসহ ৩৮ রোহিঙ্গা উদ্ধার


টেকনাফে শিশুসহ ৩৮ রোহিঙ্গা উদ্ধার


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


 

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে রাখাইন রাজ্য থেকে পালিয়ে সাগরপথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশের সময় ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৮ জন প্রাপ্তবয়স্ক নারী থাকলেও কোনো পুরুষ ছিল না। বুধবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সাগরপথে তাদের উদ্ধার করে পুলিশ।
 

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শোভন কুমার সাহা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, দালালদের সহযোগিতায় সাগরপথে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। তবে দালালচক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
 

পরিদর্শক শোভন আরও বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে পালিয়ে দালালদের সহায়তায় বাংলাদেশে আসছে। এর বিনিময়ে তাদের মোটা অঙ্কের টাকা পরিশোধ করতে হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “অবৈধ অনুপ্রবেশ রোধে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
 

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভের সাবরাং মুন্ডারডেইল ঘাটে নারী ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা একটি ট্রলারে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫