হাসনাত আব্দুল্লাহর দাবি: রাষ্ট্রপতি অপসারণ

ঢাকা প্রেস নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক ফেসবুক পোস্টে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন।
তিনি লিখেছেন, "আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।"
গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। হাসনাতের এই দাবির মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন এক মাত্রা যোগ হল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫