|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মে ২০২৪ ০৩:১৯ অপরাহ্ণ

চলচ্চিত্র অভিনেতা শিবা শানুর বাবা মারা গেছেন


চলচ্চিত্র অভিনেতা শিবা শানুর বাবা মারা গেছেন


জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শিবা শানুর বাবা আজ সকাল ৬টার দিকে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন। বাদ যোহর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, "আমাদের সবার প্রিয় শিবা শানু ভাইয়ের বাবা আজ সকালে মারা গেছেন। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত।"

শিবা শানু প্রায় ২৫ বছর ধরে বাংলা চলচ্চিত্র জগতে অভিনয় করছেন। দীর্ঘদিন ধরে তিনি খল চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। বর্তমানেও তিনি নিয়মিত সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। তার অভিনীত বেশ কিছু নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

১৯৯৮ সালে 'মাতৃভূমি' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন শিবা শানু। ২০০১ সাল থেকে শুরু হয় তার ক্যারিয়ারের সোনালী সময়। 'খোলা আকাশ', 'চন্দ্রিমা', 'মায়ের মৃত্যু', 'মনছুঁই', 'হঠাৎ করে'র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

শিবা শানুর বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন চলচ্চিত্র জগতের অনেকেই। তারা প্রয়াত আত্মার শান্তি কামনা করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫