|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মার্চ ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ

জুলাই-আগস্ট আন্দোলনে মুরাদনগরে শহীদ পররিবারকে তারেক রহমানের ঈদ উপহার


জুলাই-আগস্ট আন্দোলনে মুরাদনগরে শহীদ পররিবারকে তারেক রহমানের ঈদ উপহার


আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

 

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে কুমিল্লার মুরাদনগরে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশন।

 

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে এসব উপহার তুলে দেওয়া হয়।

 

 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে মৃত মোহর আলীর ছেলে শহীদ আব্দুল আউয়াল মিয়া স্ত্রী ফাতেমা বেগম হাতে উপহার সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের সদস্য ও কুমিল্লা বিভাগীয় কমিটির আহবায়ক প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী,সদস্য সচিব ডাঃ মোঃ মজিবুর রহমান,ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক ডাঃ শরিফুল ইসলাম, কৃষিবিদ জুনাইদ নূর টিটু, প্রকৌশলী আব্দুল আল মামুন,ডাঃ মাসুম হাসান, অধ্যাপক বেলাল হোসেন ও প্রকৌশলী মাহবুব হোসেন।

 

আব্দুল আউয়াল মিয়া গত বছরের জুলাই ১৯ তারিখ রাজধানীর কাজলা এলাকায় বিক্ষোভ চলাকালে বিজিবি ও পুলিশের গুলিবিদ্ধ হন ২১ তারিখ হাসপাতালে চিকিৎসা ছাড়াই মারা যায়। তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার স্ত্রী ফাতেমা বেগম শনাক্ত করেন। ২১ জুলাই রাতেই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

উপহার সামগ্রী বিতরণের সময় প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী বলেন, কুমিল্লার ১১টি উপজেলায় ৪০জন শহীদ পরিবারসহ সারাদেশে সাড়ে আটশত  এসব উপহার সামগ্রী প্রদান করা হবে। দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তাদের কাছে জাতি চির কৃতজ্ঞ। এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।

 

উপহার পেয়ে শহীদ আব্দুল আউয়াল মিয়া স্ত্রী ফাতেমা বেগম বলেন, আমার স্বামী ঢাকার কাজলা এলাকায় রাজমেস্তীর কাজ করে সংসার চালাতেন। তার মৃত্যুর পর আমাদের পরিবারের উপার্জনক্ষম কেউ নেই। পাঁচ সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। সরকারের কাছে আমি স্থায়ী সহযোগিতার আবেদন জানাই।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫