|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১২ অপরাহ্ণ

আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গাইবান্ধায় গণফোরামের বিক্ষোভ সমাবেশ


আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গাইবান্ধায় গণফোরামের বিক্ষোভ সমাবেশ


গাইবান্ধা প্রতিনিধি:-


সম্প্রতি সারাদেশে খুন, ধর্ষণ, রাহাজানি, মারামারি বেড়ে গেছে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এছাড়াও সিন্ডিকেটের দৌরাত্ম্যে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য এবং কৃষি পণ্যের দাম বেড়েছে। এর প্রতিবাদে বুধবার গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে গণফোরাম। 


 



সকালে গণফোরাম জেলা শাখা স্থানীয় পাবলিক লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি হাজী মো. মির্জা হাসান, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, সদস্য বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা প্রমুখ। 

পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার, স্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি দূর করে সেবারমান বৃদ্ধি, প্রিপেইড মিটারের সংযোগ বন্ধ, নিষ্ক্রিয় পুলিশবাহিনীকে দ্রুত সক্রিয় করাসহ ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে দিতে গেলে জেলা প্রশাসক তা গ্রহণ করেননি বলে নেতৃবৃন্দ অভিযোগ করেন। 

বক্তারা জাতির প্রত্যাশা পূরণে সব ধরনের ভোগান্তি দূর করতে অনিয়ম দুর্নীতি বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫