|
প্রিন্টের সময়কালঃ ২১ নভেম্বর ২০২৫ ০৫:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৫ ০৭:৩৬ অপরাহ্ণ

তিন দিনের প্রচেষ্টায় অবশেষে প্রশিক্ষণ চলাকালীন নিক্ষিপ্ত মার্টারশেল নিষ্ক্রিয়


তিন দিনের প্রচেষ্টায় অবশেষে প্রশিক্ষণ চলাকালীন নিক্ষিপ্ত মার্টারশেল নিষ্ক্রিয়


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:


 

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড সোনালীপাড়া এলাকায় বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির (বিএমএ) প্রশিক্ষণের সময় নিক্ষিপ্ত একটি মর্টারশেল তিন দিনের চেষ্টায় সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
 

গত ১৮ নভেম্বর সকালে, প্রশিক্ষণের অংশ হিসেবে ছোঁড়া মর্টারশেলটি প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে ওই এলাকার একটি পরিত্যক্ত জমিতে বিকট শব্দে আঘাত হানে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জানান, ঘটনাটি জানার পর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। পরে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীর একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল সেখানে উদ্ধার অভিযান শুরু করে। শেলটি মাটির অনেক নিচে ঢুকে থাকায় সেদিন তা উদ্ধার সম্ভব হয়নি।
 

বুধবার পুনরায় উদ্ধার অভিযান চালানো হলেও সন্ধ্যা ঘনিয়ে আসায় দলটি ফিরে যায়।
 

পরিশেষে, আজ বৃহস্পতিবার সকালে পুরো টিম আবার অভিযানে নামে এবং বিকেল ৩টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মর্টারশেলটি সফলভাবে নিষ্ক্রিয় করে উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয়। টিমটি একজন মেজরের নেতৃত্বে পরিচালিত হয়।
 

সাংবাদিকদের কোনো মন্তব্য না করলেও, সেনা টিমের সদস্যরা জানান, শেলটি নরম কাদা মাটিতে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিকট শব্দে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। ধারণা করা হচ্ছে, প্রশিক্ষণ চলাকালে অসাবধানতাবশত এ শেলটি দূরে এসে পড়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫