বেনজিমাকে ছাড়াই নতুনভাবে লা লিগা মৌসুম শুরু করতে যাচ্ছে রিয়াল

করিম বেনজিমাকে ছাড়াই এবার নতুনভাবে লা লিগা মৌসুম শুরু করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে আবারো লিগ শিরোপা ফিরিয়ে নেওয়ার তাগিদে রিয়াল নিজেদের প্রস্তুতিটাও ভালোভাবে সেরে নিয়েছে। যদিও এখনো পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে তারা আশাবাদী। বর্তমান ব্যালন ডি’অর বিজয়ী বেনজিমা জুনে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন।
এর মাধ্যমে মাদ্রিদের সাথে তার ১৪ বছরের সম্পর্কের সমাপ্তি ঘটেছে। রিয়ালের হয়ে ৩৫৪ গোল করেছেন বেনজিমা। গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে মাদ্রিদের পয়েন্টের ব্যবধান ছিল ১০। কিন্তু এবার তা কাটিয়ে উঠতে আগে থেকেই প্রস্তুত মাদ্রিদ বেনজিমার অনুপুস্থিতি কাটিয়ে উঠতে ইতোমধ্যেই ইংলিশ তরুণ জুড বেলিংহাম ও টার্কিশ প্রতিভা আরডা গুলারকে দলে ভিড়িয়েছে।
কার্যত মাদ্রিদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এই তরুণদের দলে নেওয়া হয়েছে। কিন্তু তাদের দীর্ঘ প্রতিক্ষিত লক্ষ্য এখনো পিএসজির হয়ে ২৬০ ম্যাচে ২১২ গোল করা ফরাসি তারকা এমবাপ্পে। গত মৌসুমে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে এমবাপ্পেকে দলে ভেড়াতে পারেনি মাদ্রিদ। এমবাপ্পে পিএসজির সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
কিন্তু এবার এমবাপ্পে নিজেই প্যারিসে আর না থাকার কথা জানিয়ে দিয়েছেন। চুক্তি নবায়নেও তিনি অস্বীকৃতি জানিয়েছেন। পিএসজির রিজার্ভ দলের সাথে এমবাপ্পে বর্তমানে অনুশীলন করছেন। ফরাসি চ্যাম্পিয়নদের সাথে থাকতে হলে তাকে অবশ্যই নতুন চুক্তিতে স্বাক্ষর করতে হবে, পিএসজির পক্ষ থেকে এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে। পিএসজির আশঙ্কা ২০২৪ সালে ফ্রি ট্রান্সফারে স্প্যানিশ জায়ান্ট দলে পাড়ি জমাবেন এমবাপ্পে, যা কোনভাবেই কাম্য নয়।
কিন্তু মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জনসমুক্ষে বিষয়টি নিয়ে এখনই এ বিষয়ে কথা বলতে চাচ্ছেন না। গত মাসে আনচেলত্তি বলেছেন, ‘এমবাপ্পে আমাদের খেলোয়াড় নয়। অন্য কোনো ক্লাবের খেলোয়াড় সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা আমার ঠিক হবে না।’
এবারের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই এমবাপ্পেকে নিয়ে মাদ্রিদ হয়তো বা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসবে। কিন্তু তার আগ পর্যন্ত ক্লাবের আক্রমণভাগের সব দায়িত্ব পড়েছে ভিনিসিয়াস জুনিয়রের ওপর। রোনালদো, রাউল ও এমিলিও বাট্রাগুয়েনোর মত ক্লাব লিজেন্ডদের সাত নম্বর জার্সিটিও পেয়ে গেছেন ভিনি। দলে নতুন আসা বেলিংহাম ও গুলারকে সাথে নিয়ে আনচেলত্তি তার নতুন ছকও কষে ফেলেছেন। এখন মাঠে তা প্রয়োগের অপেক্ষা। এদিকে দলে ফিরেছেন সাবেক তারকা স্ট্রাইকার জোসেলু। ২০১১ সালে মাদ্রিদের হয়ে খেলা ৩৩ বছর বয়সী জোসেলু এস্পানিয়লের হয়ে গত মৌসুমে ১৬ গোল করেছিলেন। আনচেলত্তি বলেন, ‘আমার কাছে এই দলটি উন্নতি করছে। বেনজিমার মত অভিজ্ঞ খেলোয়াড়কে আমরা হারিয়েছি। সে ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিল, সে একজন লিজেন্ড। কিন্তু আমাদের এবারের দলটি বেশ তরুণ। তাদের কাছ থেকে সেরাটা বের করে নেয়াই আমাদের মূল চ্যালেঞ্জ।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫