ঢাকার বিভিন্ন সড়কে অটোরিকশা চালকদের বিক্ষোভে তীব্র যানজট

ঢাকা প্রেস নিউজ
রাজধানীর সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন চালকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই আগারগাঁও, বসিলা, গাবতলী, ডেমরা, মিরপুর ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।
এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। এ কারণে অফিসগামী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মহাখালীতে বিক্ষোভরত চালকরা রেললাইন অবরোধ করায় রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকা রেলওয়ে পুলিশের সুপার আনোয়ার হোসেন জানান, রিকশা চালকরা রেললাইনের ওপর আড়াআড়ি রিকশা রেখে এবং সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন।
আগারগাঁওয়ে চার রাস্তার মোড়ে শত শত ব্যাটারিচালিত রিকশাচালক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গেছে। শেরে বাংলা নগর থানার ওসি মো. আজম বলেন, এই অবরোধ আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।
এর আগেও, বুধবার (২০ নভেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চালকরা।
বিক্ষোভের কারণ হিসেবে জানা যায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ একটি আদেশে তিন দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। এই আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতি নির্দেশনা দেওয়া হয়।
প্যাডেলচালিত রিকশা সংগঠন মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী এ বিষয়ে রিট দায়ের করেছিলেন। বর্তমানে রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করে, যার একটি বড় অংশ ব্যাটারিচালিত।
এই সিদ্ধান্তের কারণে বিপাকে পড়েছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। তারা দাবি করছেন, জীবন-জীবিকার স্বার্থে তাদের রিকশা চলাচল অব্যাহত রাখতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫