|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ডিসেম্বর ২০২৪ ০৩:৪০ অপরাহ্ণ

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ


টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

মিয়ানমারে চলমান সংঘাতের কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট এবং মাছ ধরার ট্রলার চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে স্থানীয় প্রশাসন।
 

বুধবার (১১ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলা প্রশাসন এই নিষেধাজ্ঞা আরোপ করে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।
 

ইউএনও জানান, মিয়ানমারের সীমান্তবর্তী ২৭০ কিলোমিটার এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি আরাকান আর্মির মাছ ধরায় বাধা দেওয়ার ঘটনায় সীমান্ত এলাকার জেলেদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এ অবস্থায় স্থানীয় জেলেদের নাফ নদীতে মাছ ধরার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫