দুর্নীতি মামলায় স্ত্রীসহ খালাস পেলেন বিএনপি নেতা দুলু

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
কর ফাঁকি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন।
আজ রোববার (২২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহারে বলা হয়, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী মোট ৮ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখেন। পাশাপাশি, তারা ৫ কোটি ১ লাখ ৩১ হাজার ৭৭৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালের এপ্রিল মাসে তাদের বিরুদ্ধে মামলা করে। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ তাদের খালাস প্রদান করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫