খালেদা জিয়াকে দেশে স্বাগত জানালেন সারজিস আলম

অনলাইন ডেস্ক:-
চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশে ফেরার পর তাকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি লেখেন, "বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করি, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা যে আদর্শ ও আকাঙ্ক্ষা নিয়ে আত্মত্যাগ করেছে, সেই মূল্যবোধকে ধারণ করে খালেদা জিয়া এবং তার দল বিএনপি গণতন্ত্র রক্ষায় আপসহীনভাবে কাজ করবেন এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।"
এর আগে, মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সকাল ১১টা ১০ মিনিটে বিমানবন্দর ত্যাগ করে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন তিনি। দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বাসায় পৌঁছান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫