কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, সচল ৫টি ইউনিটে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জুলাই ২০২৫ ০৪:০৩ অপরাহ্ণ   |   ১৫১ বার পঠিত
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, সচল ৫টি ইউনিটে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

রাঙামাটি, ১০ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস):
টানা বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে বুধবার রাত ৮টা থেকে কেন্দ্রের ৫টি ইউনিট একযোগে চালু করা হয়, যা থেকে মোট ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে।

 

কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাসসকে জানান, পাঁচটি ইউনিটের মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট করে মোট ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।
 

কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা জানান, গত কয়েকদিনের টানা ভারি বর্ষণের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা বিদ্যুৎ উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
 

তাঁরা আরও জানান, বুধবার রাত ৮টা পর্যন্ত হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয় ৯৬.৪১ ফুট (মীনস সি লেভেল), যেখানে এ সময় সাধারণত পানি থাকার কথা ৮৫.২৮ ফুট। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল পর্যন্ত।
 

বিদ্যুৎ উৎপাদনে এই প্রবৃদ্ধি রাঙামাটিসহ পার্শ্ববর্তী অঞ্চলের বিদ্যুৎ সরবরাহে স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস।