চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত

ঢাকা প্রেস,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক এবং শিবগঞ্জ উপজেলার দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় দুপুর আড়াইটার দিকে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হন। তারা হলেন শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষ্মীপুর এলাকার মিজানুর রহমান (৪৭) ও তার ছেলে সাগর হোসেন (১৮)।
অন্যদিকে, একই সময় গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের তেঁতুলতলা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ভ্যানচালক বাবর আলী (২৯) ঘটনাস্থলেই প্রাণ হারান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এবং গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাসার এই তিনটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫