|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৩:১০ অপরাহ্ণ

কক্সবাজারে আলোচিত পৌর কাউন্সিলর গ্রেপ্তার, বহু অভিযোগের তদন্ত চলছে


কক্সবাজারে আলোচিত পৌর কাউন্সিলর গ্রেপ্তার, বহু অভিযোগের তদন্ত চলছে


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

কক্সবাজারের স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির মোতাবেক, আলোচিত পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারকে রোববার রাতে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। কক্সবাজার শহরের তারাবনিয়া ছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, জমি দখল এবং মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর থেকেই থানায় সাধারণ মানুষের ভিড় জমেছে। তারা কাউন্সিলরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছে।
 

স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন জানান, "এই কাউন্সিলরের একটি বিশাল বাহিনী ছিল, যারা এলাকায় আতঙ্ক ছড়াত। তারা আমাদের জমি দখল করে নিত, চাঁদা দিত।" আরেক বাসিন্দা লিয়াকত বলেন, "কাউন্সিলর আমার থেকে ১ লাখ টাকা আত্মসাৎ করেছিল। এই টাকা ফিরে পাওয়ার আশা করছি।"
 

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম জানান, গ্রেপ্তারকৃত কাউন্সিলরকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫