আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন জামিনে মুক্ত

ঢাকা প্রেস নিউজ
আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি কারাগার থেকে মুক্ত হন। জেলার মোহাম্মদ লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সন্ত্রাস বিরোধী আইনসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে মুফতি জসিম উদ্দিন কয়েক বছর ধরে কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে তার জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছায় এবং যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৮ সালে উত্তরা পশ্চিম থানায় মুফতি জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গতকাল রোববার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান। এছাড়াও তার বিরুদ্ধে দায়ের করা অন্যান্য মামলা প্রত্যাহার করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫