জামালপুরের মাদারগঞ্জে গলায় ম্যাজিক বল আটকে ১১ মাস বয়সী কন্যা শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:-
জামালপুরের মাদারগঞ্জে গলায় ম্যাজিক বল আটকে ১১ মাস বয়সী শিশু'র মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়খালী ইউনিয়নের দীঘলকান্দী এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে বিছানার উপর ম্যাজিক বল নিয়ে খেলতেই মুখে নেয় এবং গলায় আটকে যায়। পরিবারের লোকজন চেষ্টা করে ও বের করতে না পারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এবং মুমূর্ষু অবস্থা জা সকাল সাড়ে ৯ টায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ওই এলাকার ইব্রাহিম এর ১১ মাস বয়সী কন্যা শিশু ইরামনি। পরিবারে নেমে আসে কান্নার মাতম।
এ ব্যাপারে নিহত শিশুর বাবা ইব্রাহিম জানান আমি কাজে গিয়েছি সেইখান থেকে জানতে পারি বাড়ীতে কি জানি হয়েছে দৌড়ে ছুটে এসে দেখি আমার ১১ মাস বয়সী মেয়ে ম্যাজিক বল নিয়ে খেলতেই গলায় আটকে অজ্ঞান হয়ে গেছে এবং হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি তার আগেই মারা যায়।
নিহত শিশুর নানা আঃ সালাম মন্ডল জানান সকালে ম্যাজিক বল নিয়ে বিছানার উপর খেলছিল হঠাৎ করে গলায় আটকে যায়, বের করা সম্ভব না হওয়ায় মারা যায় আমার নাতনি।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু রায়হান জানান সকাল সাড়ে ৮ টায় হাসপাতালে নিয়ে আসার পর পরিবারের সদস্যদের সাথে কথা বলি। তারা জানায় খেলতে গিয়ে গলায় ম্যাজিক বল আটকে গেছে পর্যবেক্ষণ করে দেখি এটা এইখান থেকে বের করা সম্ভব নয়। অনেকটাই ভিতরে চলে গেছে যার ফলে জামালপুরে রেফার্ড করি। অভিভাবকদের উদ্যেশে তিনি আরো বলেন ছোট ছেলে মেয়েদের সামনে এমন কিছু খেলনা সামগ্রী দিবেন না যাতে করে তাদের জীবন ঝুঁকিতে থাকে, আসুন সকলেই সচেতন ও সর্তক থাকি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫