‘ইন্ডিয়ান আইডল’ জিতে পেলেন ৩২ লাখ টাকা ও নতুন গাড়ি

রোববার রাতে হয়ে গেল গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩তম সিজনের সমাপনী পর্ব। এবারের সিজনের শিরোপা জিতেছেন উত্তর প্রদেশের ছেলে ঋষি সিং। খবর হিন্দুস্তান টাইমস
শিরোপার দৌড়ে ঋষির বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন কলকাতার দেবস্মিতা রায়, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হারিয়ে শিরোপা জিতেছেন ঋষি। দেবস্মিতা হয়েছেন প্রথম রানারআপ, জম্মু ও কাশ্মীরের চিরাগ কোটওয়াল হয়েছেন দ্বিতীয় রানারআপ। শিরোপা জিতে গাড়ির সঙ্গে ২৫ লাখ রুপিও পেয়েছেন ঋষি, যা বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ টাকা।
ট্রফি জয়ের পর নিজের অনুভূতি জানিয়ে একুশ বছরের এই তরুণ জানান, ‘নিজের নাম শুনে চোখের জল ধরে রাখতে পারিনি। অনেক পরিশ্রম করেছিলাম। প্রথম থেকেই ভেবে রেখেছিলাম, শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। যদিও আমি প্রথম থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলাম।
কিন্তু প্রতিযোগিতা সত্যিই কঠিন ছিল। বিশেষ করে আমার সহপ্রতিযোগী দেবস্মিতা রায়ের সঙ্গে, যিনি প্রথম রানারআপ হয়েছেন। আমি প্রথম থেকেই জানতাম, যে কেউ বিজয়ী হতে পারে।’
কীভাবে ৩২ লাখ টাকা খরচ করবেন? এ প্রশ্নের উত্তরে ঋষি বলেন, ‘আমি এই অর্থ সংগীতের পেছনেই খরচ করব। নিজেকে সমৃদ্ধ করতে আন্তর্জাতিক প্রশিক্ষণ নিতে চাই। একজন শিল্পীর তো শেখা কখনো শেষ হয় না। আমি এতটা শিখতে চাই যাতে আমি একদিন এই শোতে বিচারক হিসেবে আসতে পারি।’
ঋষি এটাও জানান, তার কাছে প্লেব্যাকের অনেক প্রস্তাব রয়েছে। সঙ্গে নিজের মিউজিক ভিডিও বানাবেন।
ঋষির আরেকটি স্বপ্ন, অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করা। ছোটবেলা থেকেই অরিজিৎ বলতে পাগল ঋষি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫