|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৬:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ

নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩ জন


নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩ জন


ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে লাল মিয়া মেম্বার এবং মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোটা এবং দেশীয়-বিদেশি অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনাও ঘটে, যার ফলে একজন গুলিবিদ্ধসহ মোট তিনজন আহত হন।
 

মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা টায়ারে আগুন দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে, ফলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 

আহতরা হলেন, গুলিবিদ্ধ মো. রনি (৩২), আলম মিয়া (৫৫), এবং শুভ (১৯)। জানা গেছে, তারা মোসাদ্দেক হোসেনের সমর্থক।
 

ওসি নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫