|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৭ অপরাহ্ণ

এস কে সুর ও তার পরিবারের ৫ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ


এস কে সুর ও তার পরিবারের ৫ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ


ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর নামে থাকা সম্পদের উপর আদালত জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে দুটি ফ্ল্যাট, একটি জমি এবং ৩৯টি ব্যাংক হিসাব, যেখানে মোট ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৪০ টাকা জমা রয়েছে।
 

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ প্রদান করেন। দুদকের উপ-পরিচালক নাজমুল হুসাইন এস কে সুরের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেছিলেন।
 

জব্দ হওয়া স্থাবর সম্পত্তি:

১. রাজধানীর সেগুনবাগিচায় এস কে সুরের নামে থাকা একটি ফ্ল্যাট, যার দলিলমূল্য ৪৪ লাখ ১৭ হাজার ৭০০ টাকা। 2. ধানমন্ডিতে সুপর্ণা সুরের নামে থাকা ৪,৪০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার দলিলমূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। 3. নন্দিতা সুর চৌধুরীর নামে নাটোরের লালপুরে থাকা ৮ শতাংশ জমি, যার দলিলমূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা।
 

উল্লেখিত স্থাবর সম্পদের মোট মূল্য ১ কোটি ৭৭ লাখ ৮১ হাজার ৭০০ টাকা।
 

অবরুদ্ধ ব্যাংক হিসাব:

সীতাংশু কুমার সুর, সুপর্ণা সুর চৌধুরী ও নন্দিতা সুর চৌধুরীর নামে বিভিন্ন ব্যাংকে সঞ্চয়পত্র, এফডিআর ও আমানত হিসেবে থাকা ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, যার মোট পরিমাণ ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৪০ টাকা।
 

মোট অবরুদ্ধ সম্পদের পরিমাণ:

জব্দ ও অবরুদ্ধ হওয়া স্থাবর এবং অস্থাবর সম্পদের মোট মূল্য দাঁড়ায় ৫ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৭৪০ টাকা।
 

দুদকের তদন্ত ও অনুসন্ধান:

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, এস কে সুর অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
 

তদন্ত চলাকালীন সময়ে এস কে সুর ও তার পরিবার এই সম্পদ স্থানান্তর করতে পারেন, যা অনুসন্ধানের কার্যক্রমকে ব্যাহত করতে পারে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এস কে সুর ও তার পরিবারের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫