|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৪ ০৩:৩৮ অপরাহ্ণ

ইউসিবি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মামদুদুর রশীদ


ইউসিবি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মামদুদুর রশীদ


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মামদুদুর রশীদ। সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আর্থিক পরিষেবা খাতে তার তিন দশকের অভিজ্ঞতা রয়েছে। 

 

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে মামদুদুর রশীদ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) এমডি ও সিইও ছিলেন। সেখানে তিনি ব্যাংকটির ব্যবসায়িক প্রসার, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মামদুদুর রশীদের নেতৃত্বে এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সেরা প্রাথমিক ডিলার হিসেবে স্বীকৃতি পায়। একই সঙ্গে ২০২৩ সালে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে গ্লোবাল ব্র্যান্ড ম্যাগাজিনের পুরস্কার পায়।


এ ছাড়া মামদুদুর রশীদের কৌশলগত দিকনির্দেশনায় এনসিসি ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয়। বহুজাতিক সিটিব্যাংক এনএ বাংলাদেশে যোগদানের মাধ্যমে মামদুদুর রশীদের কর্মজীবন শুরু হয় ১৯৯৫ সালে। তিনি এই ব্যাংকে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সিটিব্যাংক এনএ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।


 
দীর্ঘ কর্মজীবনে মামদুদুর রশীদ করপোরেট ও এসএমই, ফিন্যান্স, অপারেশনস, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স, মানবসম্পদ, সাধারণ সেবাসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।মামদুদুর রশীদ ইউসিবি ও ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্র্যাক ব্যাংকে তিনি হোলসেল ব্যাংকিংয়ের নেতৃত্ব দেন। এ ছাড়া ব্যাংকটির এসএমই ব্যবসার কৌশলগত প্রধান ও প্রধান আর্থিক কর্মকর্তার মতো পদে ছিলেন। ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কাজ করেছেন তিনি।

 
উপাচার্য স্বর্ণপদকপ্রাপ্ত মামদুদুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। পরে ফুলব্রাইট স্কলার হিসেবে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডাইস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন তিনি।

 

ব্যাংকিং পেশায় যোগ দেওয়ার আগে মামদুদুর রশীদ নাবিক ছিলেন। তিনি মেরিন একাডেমি থেকে প্রেসিডেন্ট স্বর্ণপদক লাভ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ফাইন্যান্স বিভাগের প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। মামদুদুর রশীদ সিপিএ অস্ট্রেলিয়ার একজন ফেলো (এফসিপিএ)। পেশাজীবনে নেতৃত্ব ও প্রযুক্তিগত দক্ষতার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫