কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জাতীয় শিক্ষক পরিশোধের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক পরিশোধ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাও. মো. মোশাররফ, সাধারণ সম্পাদক প্রভাষক মাও. মো. আবু তালেব, যুগ্ম সম্পাদক মাও. রেজাউল করিম, মাও. মো. নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
এসময় বক্তারা কোটা সংস্কার আন্দোলনের পণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীযকরণ এবং শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনাতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫