|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৪ ০২:৩৫ অপরাহ্ণ

৬ বাংলাদেশি মাঝিসহ ট্রলার অপহরণ করল আরাকান আর্মি


৬ বাংলাদেশি মাঝিসহ ট্রলার অপহরণ করল আরাকান আর্মি


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি দুটি ট্রলারসহ ছয়জন বাংলাদেশি মাঝিকে অপহরণ করেছে।
 

বুধবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ।
 

তিনি জানান, সোমবার বিকেলে টেকনাফের ঘাট থেকে ইট, বালি ও সিমেন্ট বোঝাই দুটি ট্রলার ছয়জন মাঝিসহ সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু নাফ নদীতে জোয়ার-ভাটার কারণে ট্রলার দুটি শাহপরীর দ্বীপে অবস্থান নেয়। পরের দিন, মঙ্গলবার, ট্রলার দুটি পুনরায় সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। তবে বুধবার পর্যন্ত তারা সেন্টমার্টিনে পৌঁছায়নি।
 

আবদুর রশিদ আরও জানান, জানা গেছে মিয়ানমারের আরাকান আর্মি ট্রলার দুটিকে ছয় মাঝিসহ ধরে নিয়ে গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
 

এ বিষয়ে টেকনাফস্থ ২ বিজিবি’র অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ জানান, ট্রলারসহ মাঝিমাল্লা অপহরণের বিষয়টি তার জানা নেই এবং কেউ এ বিষয়ে এখনো তাকে অবহিত করেনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫