|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৪ ০৩:৪০ অপরাহ্ণ

আদানির হুমকি: বকেয়া না পেলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ


আদানির হুমকি: বকেয়া না পেলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ


ঢাকা প্রেস নিউজ

 

ভারতীয় বিদ্যুৎ জায়ান্ট আদানি পাওয়ার বাংলাদেশকে আগামী ৭ নভেম্বরের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 

বকেয়া পরিশোধে বিলম্ব কেন? বাংলাদেশ সরকারের পরিবর্তন এবং ডলার সংকটের কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সময়মতো অর্থ পরিশোধে ব্যর্থ হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৩১ অক্টোবর, বিপিডিবি কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল কিন্তু চুক্তির শর্ত পূরণ করতে ব্যর্থ হয়।
 

বিদ্যুৎ সরবরাহ কমেছে বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার গত ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। শুক্রবার, আদানির ঝাড়খণ্ডের গোড্ডা প্ল্যান্ট বাংলাদেশে মাত্র ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে, যা তার মোট উৎপাদন ক্ষমতার প্রায় অর্ধেক। এছাড়া, রামপাল, পায়রা এবং অন্যান্য কারখানাগুলোতেও জ্বালানি সংকটের কারণে উৎপাদন কমে গেছে।
 

বকেয়া পরিমাণ বাড়ছে একটি শিল্প সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ থেকে বকেয়া পরিশোধ খুবই ধীরগতিতে হওয়ায় দিন দিন এর পরিমাণ আরও বেড়েছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে আদানি পাওয়ারকে বাংলাদেশ প্রায় ৯০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেছে, যা আগের মাসগুলোর তুলনায় অনেক কম।
 

সমাধানের আশা আদানি এখনও কোন মন্তব্য না করলেও প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্রুতই এ বিষয়ে একটি সমাধানে তারা আশাবাদী বলে জানিয়েছেন।
 

উল্লেখযোগ্য:

  • বিগত আওয়ামী লীগ সরকার বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে বিশেষ বন্ড ইস্যু করেছিল।
  • প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে বিদ্যুতের অর্থ পরিশোধের অনুরোধও জানিয়েছিলেন আদানি।

সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫