গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মৌসুমী তেলের পাম্পের সামনের রাস্তা দিয়ে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও পিয়ারাপুর মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম, একই ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের গনী মণ্ডলের ছেলে নুরুন্নবী মণ্ডল এবং সবুজ মিয়ারের ১৯ দিন বয়সী শিশু কন্যা সায়মা খাতুন। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জের দিকে আসা একটি মালবোঝাই ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি সড়কে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিশু সহ তিনজন মারা যান। নিহতদের লাশ গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে থানায় জব্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে চারজন নিহতের খবর পাওয়া গেলেও স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫