মানবিক বেওয়ারিশ ফাউন্ডেশনের বিশেষ দৃষ্টি আকর্ষণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ জুন ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ   |   ৩০৭ বার পঠিত
মানবিক বেওয়ারিশ ফাউন্ডেশনের বিশেষ দৃষ্টি আকর্ষণ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

 

📍 স্থান: নারিকেল তলা, চট্টগ্রাম
📆 তারিখ: ১২ জুন

গত ৫-৭ দিন ধরে চট্টগ্রামের ইপিজেড থানার অধীন ৩৯ নম্বর ওয়ার্ডের নারিকেল তলা এলাকার এস আলম বি আলম গলিতে এক নির্যাতিত ও অসুস্থ নারী অবস্থান করছেন। তার নাম জোহরা বেগম (৩৫), স্বামী আল আমিন, সন্তান দুইজন, এবং তিনি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা বলে জানান।

 

জোহরা বেগম শারীরিক ও মানসিকভাবে মারাত্মকভাবে অসুস্থ। তার বাম পায়ে গুরুতর ক্ষত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

 

স্থানীয় কিছু সহানুভূতিশীল মানুষ গত দুই দিন ধরে তাকে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সহায়তা করছেন। তবে, তার পরিচয় ও সঠিক ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

যদি কেউ তার সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের ঠিকানায় যোগাযোগ করুন:
📍 মেসার্স মেডিসিন সেন্টার, নারিকেল তলা (এস আলম বি আলম গলি)
📞 যোগাযোগ নম্বর: +৮৮০১৮১৩-২৮৪৫৯০

 

📢 বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। মানবিক কারণে সহযোগিতা কাম্য।