শুরু হতে চলেছে ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’

খুব শিগগিরই শুরু হতে চলেছে ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ প্রতিযোগিতা। এরই মধ্যে নিবন্ধন প্রক্রিয়াও শুরু হয়েছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তরুণীরা এতে অংশ নিতে পারবেন।
সংবাদ মাধ্যম অনুযায়ী, প্রতিযোগিতায় অংশ নিতে হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং অবিবাহিত। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক কিংবা ও-লেভেল পাস। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট।
নিবন্ধন করা যাবে বিনা মূল্যে। বিস্তারিত জানা ও আবেদনপত্র পাওয়া যাবে ফেইসবুক লিংকে। প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার মেসবাহ্-উল-আলম সাজু বলেন, এর আগে দেশে নানা ধরনের সৃজনশীল মেধা অন্বেষণ হয়েছে। তবে আমরা সেসব ধারার বাইরে কিছু করার চিন্তা করছি।
সে লক্ষেই এ প্রতিযোগিতার আয়োজন। আশা করি এর মাধ্যমে নতুন কিছু মেধাবী মুখ অন্বেষণ করতে পারব, যারা দেশ-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫