|
প্রিন্টের সময়কালঃ ২১ মে ২০২৫ ০৩:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৫ ০৫:৩০ অপরাহ্ণ

ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেল, আদালতের আদেশে কারাগারে প্রেরণ


ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেল, আদালতের আদেশে কারাগারে প্রেরণ


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
 

মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে নোবেলকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। এরপর ৩টা ৫ মিনিটে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে উপস্থিত হন এবং ৩টা ৭ মিনিটে বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেন।
 

শুনানিকালে মামলার তদন্ত কর্মকর্তা, ডেমরা থানার পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন, নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানান।
 

নোবেলের আইনজীবী আদালতকে জানান, ঘটনার সময় নোবেল ও মামলার বাদী স্বামী-স্ত্রী হিসেবে একসাথে বসবাস করছিলেন এবং বাদী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
 

উভয় পক্ষের শুনানি শেষে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 

এর আগে, সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, অপহরণ করে জিম্মি অবস্থায় বিয়ের প্রলোভনে গত সাত মাস ধরে ধর্ষণ করে আসছিলেন নোবেল।
 

জানা গেছে, ভুক্তভোগী ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) পাঠানো হয়েছে।
 

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে প্রতারণার অভিযোগে নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫