|
প্রিন্টের সময়কালঃ ০৩ এপ্রিল ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ মার্চ ২০২৫ ০২:২৩ অপরাহ্ণ

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় এনসিপির তীব্র নিন্দা


হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় এনসিপির তীব্র নিন্দা


ঢাকা প্রেস নিউজ

 

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও তার নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।
 

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করা হয়।
 

বিবৃতিতে বলা হয়, "জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, এ ধরনের হামলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন এবং রাজনৈতিক অধিকার চর্চার ওপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপ। অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো।"
 

এছাড়াও, বিবৃতিতে উল্লেখ করা হয়, "বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে। তাই আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।"
 

আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত সকল ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অতিসত্ত্বর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অনুরোধ জানানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫