বন্ধ হচ্ছে উইন্ডোজে ওয়ার্ড প্যাড ব্যবহারের সুযোগ

প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৪ ০৭:১৪ অপরাহ্ণ ১৮৫ বার পঠিত
বন্ধ হচ্ছে উইন্ডোজে ওয়ার্ড প্যাড ব্যবহারের সুযোগ

উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে ওয়ার্ডপ্যাড প্রোগ্রম বা অ্যাপ্লিকেশনটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট করপোরেশন। ফলে ২৮ বছর আগে ১৯৯৫ সালে চালু হওয়া অ্যাপ্লিকেশনটি ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যাবে। উইন্ডোজ ইনসাইডার ব্লগে এ তথ্য জানা গেছে। 
জানা গেছে, উইন্ডোজের নতুন বিল্ড থেকে ওয়ার্ডপ্যাড প্রি-ইনস্টল করা থাকবে না। এমনকি অ্যাপ্লিকেশনটি পরেও ইনস্টল করা যাবে না। এর আগে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের একটি বিল্ড সংস্করণে ওয়ার্ডপ্যাড থাকবে না বলে খবর প্রকাশিত হয়। অবশ্য উইন্ডোজ ১১–এর স্ট্যাবল সংস্করণে এখনো ওয়ার্ডপ্যাড ব্যবহারের সুযোগ মিলছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ওয়ার্ডপ্যাডকে ‘ডিপ্রেসেটেড উইন্ডোজ ফিচার’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ডিপ্রেসেটেড হওয়ার ফলে কোনো অ্যাপ্লিকেশনের উন্নয়নে কাজ করা হয় না এবং পরবর্তী উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রকাশের সময় তা যুক্তও করা হয় না। ফলে তখন থেকেই ধারণা করা হচ্ছিল, ওয়ার্ডপ্যাডকে বিদায় জানাতে যাচ্ছে মাইক্রোসফট। 
ওয়ার্ডপ্যাডের বিকল্প হিসেবে লেখা সম্পাদনার জন্য মাইক্রোসফট ওয়ার্ড এবং উইন্ডোজ নোটপ্যাড ব্যবহারের পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। ডট ডক ও ডট আরটিএফ ফাইলের জন্য ওয়ার্ড এবং ডট টিএক্সটি ফাইলের জন্য নোটপ্যাড ব্যবহারের কথা বলা হচ্ছে।

উল্লেখ্য, উইন্ডোজ কম্পিউটারে লেখা, সেটি সংরক্ষণ ও সম্পাদনার জন্য অনেকেই ওয়ার্ডপ্যাড ব্যবহার করে থাকেন। ১৯৯৫ সাল থেকেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো ওয়ার্ডপ্যাডও অন্তর্ভুক্ত হয়ে আসছে।