বাঙ্গরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ
কুমিল্লা প্রতিনিধিঃ-
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান শেখ জাকির হোসেনের বিরুদ্ধে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আহত যুবকের নাম রিফাতুল ইসলাম (২৩)। তিনি ওই ইউনিয়নের বাঙ্গরা গ্রামের জাহাঙ্গীর সওদাগরের ছোট ছেলে। এ ঘটনায় তিনি বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে গ্রামের এক বাসিন্দা শাহাদাৎ হোসেনের মৃত্যুসংবাদ শুনে তার বাড়িতে যান রিফাতুল ইসলাম। সেখানে উপস্থিত চেয়ারম্যান শেখ জাকির হোসেন হঠাৎ করে রিফাতুলকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। একপর্যায়ে তিনি হাতে থাকা টর্চলাইট দিয়ে রিফাতুলের থুতনিতে আঘাত করেন এবং তার সহযোগীদের নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন।
আহত রিফাতুল ইসলাম বলেন, “চেয়ারম্যান জাকির দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করে আসছিলেন। সম্প্রতি আমি তাতে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে এই হামলা চালান। এটি হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে।”
আহতের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, “চেয়ারম্যান জাকির আওয়ামী সরকারের ছত্রচ্ছায়ায় আমাদের পরিবারের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছে। চাঁদা না দেওয়ায় এবার প্রতিশোধ নিতে আমার ছোট ভাইকে মারধর করেছে। সে আগে থেকেই হত্যা মামলার আসামি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, “আমি তাকে শুধু একটি চড় দিয়েছি। সে নিজেই ব্লেড দিয়ে শরীরে আঘাত করে নাটক সাজিয়ে থানায় অভিযোগ করেছে। পুলিশ তদন্ত করলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।”
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫