চট্টগ্রামে ৮ দলীয় ইসলামী জোটের সমাবেশে: মিছিলসহ অংশগ্রহণ ইপিজেড শ্রমিক কল্যাণ ফেডারেশনের
ডেস্ক নিউজ:
চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে গতকাল শুক্রবার দুপুরে ৮ দলীয় ইসলামী জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগ দেন ইপিজেড থানাধীন বাংলাদেশ ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।

সকাল ১১টায় বন্দরটিলাস্থ আলী শাহ জামে মসজিদের সামনে থেকে কয়েকটি বাসের বহরসহ মিছিলটি সমাবেশস্থলের উদ্দেশে রওনা হয়। সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে শত শত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী এতে অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন—
সিনিয়র সহ-সভাপতি হোসাইন মাহমুদ,
সেক্রেটারি জেনারেল আব্দুস সবুর আশিকী,
ওয়ার্ড দায়িত্বশীল নেতা মোঃ হারুন, মোঃ নুরুল হক খান, মোহাম্মদ জোবায়ের হোসেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
মিছিল জুড়ে ধ্বনিত হয় নানা স্লোগান—
“দেশবাসী এক জোট, এবার দেবো দাঁড়ি পাল্লায় ভোট”,
“সামনে আসছে নতুন দিন—বদলে যাওয়ার প্রথম ভোট”,
“লুটেরা-ফ্যাসিস্ট সরকারের প্রতিরোধে ঐক্যবদ্ধ হও”,
“ফ্যাসিস্ট ধরো—জেলে ভরো”—ইত্যাদি স্লোগান তরুণ প্রজন্মের কাছে ইসলামী জোটের নতুন বার্তা হিসেবে উঠে আসে।
নেতৃবৃন্দ আগামী নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শফিউল আলমকে দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মিছিলটি বন্দরটিলা থেকে যাত্রা শুরু করে বাসযোগে বি.আর.টি.সি মোড়ে নামে এবং সেখান থেকে পায়ে হেঁটে লালদীঘি ময়দানে গিয়ে প্রধান সমাবেশে মিলিত হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫