|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ এপ্রিল ২০২৫ ০৬:২৫ অপরাহ্ণ

বড়াইগ্রামে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জোর পূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন 


বড়াইগ্রামে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জোর পূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন 


মোঃ সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম কে অবরুদ্ধ করে জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল ) সন্ধ্যায় বনপাড়াস্থ একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ঐ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তুগলক বুধবার সকালে তার অনুসারী স্হানীয় কিছু সন্ত্রাসীদের নিয়ে এসে আমার অফিস কক্ষে প্রবেশ করে আমাকে অবরুদ্ধ করে প্রান নাশের হুমকি দেয় এবং ওই সময় তাকে জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করানো হয় বলে দাবি করেন। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি। 

উল্লেখ্য, জুলাই বিপ্লবের পরে অধ্যক্ষ মোহাম্মদ তুগলক এর বিরুদ্ধে কলেজের নানা অনিয়ম, দুর্নীতি ও ছাত্রজনতার বিপক্ষে অবস্থান নেওয়ার কারন দেখিয়ে তাঁকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় কলেজ পরিচালনা কমিটি। পরবর্তীতে উপাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

এবিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ তুগলক জানান, আমার তিন মাসের বাধ্যতামূলক ছুটি শেষ হলেও কলেজ কর্তৃপক্ষ আমাকে যোগদান করতে বাধা দেয়, কিন্তু উপাধ্যক্ষ নজরুল ইসলামের অর্থ আত্মসাত ও কলেজে অশ্লীল অনুষ্ঠান পরিচালনায় ক্ষিপ্ত হয়ে ছাত্র- শিক্ষক ও সচেতন অভিভাবকরা আন্দোলন করেছে।, এসময় নজরুল ইসলাম নিজেই স্ব-ইচ্ছাই পদত্যাগ করেছে, সেখানে কোন সন্ত্রাসী হামলা হয় নাই।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫