|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৫:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৪ ০৪:২৩ অপরাহ্ণ

বন্যার ভয়াবহতা: মৃতের সংখ্যা বেড়ে ২৭, ক্ষতিগ্রস্ত ৫৬ লাখেরও বেশি


বন্যার ভয়াবহতা: মৃতের সংখ্যা বেড়ে ২৭, ক্ষতিগ্রস্ত ৫৬ লাখেরও বেশি


ঢাকা প্রেস নিউজ (বার্তা কক্ষ);-


দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় প্রাণ হারিয়েছেন ২৭ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখেরও বেশি মানুষ।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশের ১১টি জেলা বন্যার কবলে রয়েছে। এসব জেলায় মোট ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ১২ লাখ ৭ হাজার ৪২৯টি পরিবার পানিবন্দি রয়েছে।
 

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কুমিল্লায়, যেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর এবং কক্সবাজারেও বন্যায় বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে।
 

উল্লেখ্য, গত সোমবার পর্যন্ত বন্যায় মৃত্যুর সংখ্যা ছিল ২৩ এবং ক্ষতিগ্রস্তের সংখ্যা ছিল ৫৫ লাখেরও বেশি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫