গফরগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত
ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রোববার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পালের বাজারে পাঁচবাগ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ আল ফাত্তাহ খান।
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বে ও পাগলা থানা ছাত্রদল নেতা ইয়াহিয়া খানের সঞ্চালনায় জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল কালাম গেনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, জেলা দক্ষিণ যুবদলের স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক খলিল খান, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম প্রমুখ।
সভা শেষে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা এবং ইউনিয়ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫