|
প্রিন্টের সময়কালঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ ০১:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০৯ অপরাহ্ণ

চারঘাটে ৫০ বোতল ফেন্সিডিলসহ মটরসাইকেল উদ্ধার 


চারঘাটে ৫০ বোতল ফেন্সিডিলসহ মটরসাইকেল উদ্ধার 


মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:-



রাজশাহীর চারঘাটে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১৫০ সিসি পার্লসার লাল কালো রংয়ের মটরসাইকেল আটক করে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর প্রায় দেড়টায় চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে সাখাওয়াত হোসেন মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে মটরসাইকেল থামানোর জন্য সিগনাল দিলে আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে মটরসাইকেল সাথে ঝুলানো একটি ব্যাগসহ মটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন। 


এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমানের নিদের্শনায় উপ-পরিদর্শক এসআই কামরুজ্জামান, এএসআই ফরোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টহলদল অভিযানে সিপাইপাড়া গ্রামে সাখাওয়াত হোসেন মুদি দোকানের সামনে মটরসাইকেল ফেলে আসামী পালিয়ে গেলে স্থানীয় লোকজনের সম্মুখে ব্যাগের ভিতরে প্লাস্টিক বোতলসহ ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিল ও মটরসাইকেল উদ্ধার করে থানায় জব্দকৃত মটরসাইকেল এবং ইউসুফপুর পশ্চিমপাড়া মৃত গোলাম মজিদ এর ছেলে মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন নামে ধারা ৩৬(১)সারনির ১৪(খ) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ মামলা দায়ের করে।


এবিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল এবং মামলার আসামী পলাতক রয়েছে, তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫