ম্যাচসেরা পুরস্কারের অর্থ বন্যার্তদের দেওয়ার ঘোষণা মুশফিকের

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ৩৪১ বল খেলে ২২ চার ও ১ ছক্কায় ১৯১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। মোহাম্মদ আলীর বলে কট বিহাইন্ড হয়ে ফিরেছেন ৯ রানের আক্ষেপ নিয়ে। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার ও জিতে নিয়েছেন মুশফিকুর রহিম।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে পুরস্কারের অর্থ বন্যার্তদের দিয়ে দেয়ার ঘোষণা দেন মুশফিক। তিনি বলেন, 'আমি একটি ঘোষণা দিতে চাই। আমি আমার পুরস্কারের টাকা বাংলাদেশের বন্যাকবলিত মানুষকে দান করতে চাই।'
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ একটি ব্যাটিং ইউনিট হিসেবে খেলেছে বাংলাদেশ। ওই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করেছেন মোট পাঁচ জন। ৯৩ রানে আউট হয়েছেন সাদমান ইসলাম। দারুণ এক ফিফটি করেছেন মুমিনুল।
আক্রমণাত্মক ক্রিকেট খেলে ৫৬ রান করেছেন লিটন দাস। শেষদিকে মেহেদী হাসান মিরাজও খেলেছেন ৭৭ রানের ইনিংস। তবে সবাইকে ছাপিয়ে গেছেন মুশফিকুর রহিম।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫