|
প্রিন্টের সময়কালঃ ০৩ নভেম্বর ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৫ ০৩:৫৩ অপরাহ্ণ

জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু


জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরকারি ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার প্রকাশিত ৪৮ সেকেন্ডের টিজারের মধ্য দিয়ে নির্বাচনী যাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
 

প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ (রবিবার) থেকে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬-এর প্রচারণা। প্রথম টিজারে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক
 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে দেশের মানুষ ভোটদানের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণই ঠিক করবে দেশের প্রকৃত মালিকানা কার হাতে থাকবে।
 

টিজারের শুরুতে স্ক্রিনে দেখা যায় লেখা, “আওয়ামী ক্ষমতার উৎস”। এরপর স্থান পায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের একটি বিতর্কিত বক্তব্য, যেখানে তিনি বলেন, “ভারতে আমি যেটি বলেছি, তা হলো শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। সেই উদ্দেশ্যে ভারতের সরকারকে আমি অনুরোধ করেছি।”
 

এরপর টিজারে হাজির হন ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক, যিনি ভোটারদের আহ্বান জানান: অতীতের ঘটনাগুলো পেছনে ফেলে এগিয়ে আসুন, কারণ এই নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ।
 

ভিডিওটিতে পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখা যায় জাতীয় সংসদ ভবন, আর সুবায়েল বলেন,
নির্বাচন ২০২৬– দেশের চাবি আপনার হাতে। আপনার ভোট দিয়ে নির্ধারণ করুন, কেমন বাংলাদেশ আপনি দেখতে চান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫