|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৫ ০১:২৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট


ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট


ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:-


 

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আদালতের একটি রায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়। এতে চান্দুরা থেকে মাধবপুর কলেজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
 

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, হাইকোর্ট সম্প্রতি ৩০ শতাংশ ক্রাফট ইন্সট্রাক্টরকে পদোন্নতি দিয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে অন্তর্ভুক্ত করার রায় দিয়েছে। এই পদটি মূলত ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত। ফলে নতুন করে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগ ৩০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাদের দাবি, এই সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থের পরিপন্থী এবং তাদের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।
 

বিক্ষোভ সম্পর্কে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, শিক্ষার্থীরা কলেজের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 

এদিকে, জুনিয়র ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে বলেন, “আদালতের উচিত হবে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে ন্যায্য সমাধান প্রদান করা, যাতে তারা ক্লাসে ফিরে যেতে পারে।”
 

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহসিনুর রহমান বলেন, “শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। আমি বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছি, তবে কলেজ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫