যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির ঘোষণা দিতে যাচ্ছেন। তার ভাষায়, এটি হবে একটি "বড় ও সম্মানিত" দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় পরিসরের বাণিজ্য চুক্তি। এই ঘোষণা দেওয়া হবে স্থানীয় সময় সকাল ১০টায় হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। খবর এএফপির।
ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে জানান, “একটি বড় ও অত্যন্ত সম্মানিত দেশের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি প্রথম, আরও অনেক চুক্তি আসছে।” যদিও পোস্টে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, প্রতিবেদনে বলা হয়েছে, এই ‘বড় দেশটি’ হচ্ছে যুক্তরাজ্য।
টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, চুক্তিটি এখনও চূড়ান্ত না-ও হতে পারে। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে একটি আনুষ্ঠানিক বাণিজ্য কাঠামোর ঘোষণা আসতে পারে, যা ভবিষ্যতের চুক্তিগুলো সহজ করবে।
উল্লেখযোগ্যভাবে, এ সপ্তাহের শুরুতে যুক্তরাজ্য ভারতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে, যা ব্রেক্সিট-পরবর্তী সময়ে দেশটির সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রেক্সিটের পর থেকেই যুক্তরাজ্য বৈশ্বিক বাণিজ্য জোট ও চুক্তি সম্প্রসারণে মনোযোগী হয়ে উঠেছে।
এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের আমদানিকৃত পণ্যে উচ্চহারে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তবে আন্তর্জাতিক সমালোচনার মুখে সাময়িকভাবে সেই শুল্ক স্থগিত করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আলোচনার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে তিনি দাবি করে আসছেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য তার সঙ্গে যোগাযোগ করছেন।