ঢাকা প্রেস নিউজ
শাহনাজ প্রধান.......
অবনি দেখিনা তুমি বিনে
আমার এ নির্ঘুম চোখে
সংক্রমণ হয়েছি তোমার প্রেমে
সংকলন করতে পারিনা নয়ন
পাতা একই সনে।
রোদ্রের কিরণ বিকেলের হাওয়া
মল্লিকার ঘ্রাণ ভষ্ম করে হৃদয়
স্নিগদ্ধতা আছে কেবল তোমার কন্ঠ স্বর
পাগল করে তোমার মোহনীয় ঠোঁট
বিধ্বস্ত হই তোমার আকুলতার ভাবনায়
কুসুমাসব রেখেছি জমিয়ে তোমার ইষ্টি তরে।
বলে বলুক পিশুনেরা যে যা
মহলত পেলে আরোহী হবো
তোমার প্রেমের চিরকালের।
জীবন আমার সংখ্যাপন তোমার তরে
বিষ্মৃতা হই তোমার পাগলামোতে
কল্প জগতে বিপরিণাম হই তোমার সোহাগে
কবে চিরবন্ধন হবে শাশ্বত প্রেমের।
নিষুতি আসেনা তুমি বিনে নিষিতেও অনুধ্যান করি তুমি ফিরবে কবে।
জীবন প্রলোভনে পড়োনা প্রিয় একদিন সবার কাছে হবে তুচ্ছ।
প্রতিক্ষার প্রহর গুনে হয়তো হারিয়ে যাবো
কোনো রোগ সংক্রমণে ঢলে যাবো কিন্তু চিরঘুমে!
অবশ্যই, কবির লেখা কবিতাটি খুবই সুন্দর এবং অনুভূতিপূর্ণ। এতে প্রেমের এক গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে।
কবিতাটির বিশ্লেষণ:
কবিতার বিশেষত্ব: