চাঁদাবাজি মামলায় মেঘনা আলমের জামিন মঞ্জুর

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলমের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (তারিখ) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ তার জামিনের আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামি মেঘনার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব। শুনানি শেষে নারী বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে, গত ১৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মেঘনা আলম ও দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী নারীদের মাধ্যমে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক, প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। পরে সম্মানহানির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হতো।
দেওয়ান সমির ‘কাওয়াই গ্রুপ’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং ‘সানজানা ইন্টারন্যাশনাল’ নামে একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক। এছাড়া, তার পূর্ববর্তী প্রতিষ্ঠান ‘মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড’-এর মাধ্যমেও আকর্ষণীয় ও স্মার্ট মেয়েদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ করে দিতেন।
এর আগে, গত ১০ এপ্রিল ভাটারা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় মেঘনা আলমকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে, ১২ এপ্রিল ভাটারা থানায় প্রতারণার আরেক মামলায় তার সহযোগী দেওয়ান সমিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫