|
প্রিন্টের সময়কালঃ ৩১ আগu ২০২৫ ০৫:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ এপ্রিল ২০২৩ ০১:০২ অপরাহ্ণ

৩৩ দিনের ছুটিতে যাচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়


৩৩ দিনের ছুটিতে যাচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়


বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ৩৩ দিনের ছুটিতে কাটাবেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।

 

তিনি জানান, বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডিমেক ও প্রসাশনিক কার্যক্রম বন্ধ থাকবে ৯ এপ্রিল রবিবার থেকে ৮ মে পর্যন্ত। কিন্ত ৬ থেকে ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকায় তিনদিন আগ থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে। সে হিসেবে ৬ এপ্রিল থেকে থেকে ৮মে পর্যন্ত ৩৩ দিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৯ মে থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে জানান মোহাম্মদ আলী।

 

আবাসিক হল কবে বন্ধ হবে জানালেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকী। তিনি আর বলেন হল প্রভোস্ট কমিটির মিটিং-এ তিন আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তবে কোনো ধরনের বহিরাগত কিংবা বাইরের লোকজন যাতে প্রবেশ করতে না পারে রোকেয়া ক্যাম্পাসে সে বিষয়ে প্রশাসনের কাছে চিঠি দেওয়া হবে। যাতে করে যেসব হলের শিক্ষার্থীরা থাকবে তারা যেন নিরাপদে থাকতে পারে।v


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫