|
প্রিন্টের সময়কালঃ ২১ জুলাই ২০২৫ ০৬:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ জুলাই ২০২৫ ০৫:১০ অপরাহ্ণ

পুলিশের সামনে চাপাতি হাতে ছিনতাই, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা


পুলিশের সামনে চাপাতি হাতে ছিনতাই, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা


রাজধানীর ব্যস্ত ধানমন্ডি ৩২ নম্বর মোড়ে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে এক ব্যক্তিকে ছিনতাই করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।
 

ওসি জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে লোক পাঠায়। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীকে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, “আমরা ভিডিওটি এক সাধারণ মানুষের মাধ্যমে পেয়েছি। ঘটনাটি নজরে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
 

১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি চাপাতি হাতে এক পথচারীকে ভয় দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেয়। আতঙ্কিত ভুক্তভোগী ব্যাগটি ছুড়ে দিলে ছিনতাইকারী তা কুড়িয়ে নেয় এবং বিপরীত পাশে চলে যায়। আশেপাশে থাকা পথচারী ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের সামনেই নির্বিঘ্নে হেঁটে চলে যেতে দেখা যায় তাকে।
 

ভিডিওটি একটি গাড়ির ভেতর থেকে ধারণ করা হয়েছে। এতে একজনকে বলতে শোনা যায়, “হাতে চাপাতি দেইখা, পুলিশ কিছু কয় না।”
 

এ বিষয়ে ওসি ক্যশৈন্যু মারমা বলেন, “ঘটনার সময় রাস্তায় প্রচণ্ড যানজট ছিল, ট্রাফিক পুলিশের মনোযোগ ছিল যান চলাচল নিয়ন্ত্রণে। এরই মধ্যে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।”
 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫